আব্দুর রশিদ: সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী বোসপাড়া কলোনীতে পূর্বপুরুষানুক্রমে বসবাসরত স্বত্বদখলী বাড়ী দখল পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবারটি। সূত্রে জানা গেছে, মোহাম্মদ মন্ডলের ছেলে মাজেদ মন্ডল (৬০), আব্দুস ছালাম মন্ডল (৫০) ও ফারুক মন্ডল (৪০), গত ২৭ ডিসেম্বর ২০২৩ তারিখে সকাল ১১টার দিকে কুখরালী বোসপাড়া কলোনীতে শয্যাশয়ী অসুস্থ শঙ্কর আশ এর স্ত্রী প্রমিলা আশকে মারধর করে এবং দুই কানের স্বর্ণের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। প্রমিলা আশের ডাকচিৎকারে স্থানীয় কাজল, বিউটি, আকলিমা, মাজিদাসহ লোকজন আসলে তারা ঘরে তালা মারে এবং তালা ভেঙ্গে ঘরে ঢুকলে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। এব্যাপারে সাতক্ষীরা থানায় একটি অভিযোগ দেন প্রমিলা আশ। প্রমিলা আশ বলেন, আমার স্বামীর পৈত্রিক স্বত্বদখলী বাড়ীতে আমরা পূর্বপুরুষানুক্রমে বসবাস করছি। আমাদের তিন পুরুষ এখানে বসবাস করছে। বর্তমানে বাড়ীর কিছু অংশ বসবাসের অযোগ্য হওয়ায় আমরা পাশে একটি পাকা ঘর নির্মাণ করে বসবাস করি। এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের রায়ের আগেই তারা ঘরে তালাবদ্ধ এবং আমার উপর অত্যাচার করছে। আমি এর বিচার চাই, আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।