নিজস্ব প্রতিবেদক: চাঁদা চেয়ে না পাওয়াই সাতক্ষীরা সদর উপজেলার কুখরালি গ্রামের আমতলা এলাকায় বায়নাকৃত জমিতে থাকা পাঁচিল গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় এ পাঁচি ভাংচুরের ঘটনা ঘটে। সাতক্ষীরা পলাশপোল এলাকার মৃত ফজর আলীর ছেলে ও উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু অভিযোগ করে বলেন, নিউমার্কেট মোড় এলাকার রানা ও পাঁকাপোল মোড়ে অবস্থিত হান্নান ইলেকট্রনিক এর মালিক মোঃ হান্নানের নেতৃত্বে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে আমার বায়না করা জমিতে প্রবেশ করে পাঁচিল গুড়িয়ে দিয়েছে। মৃত রাহাতুল্লার মেয়ে শাহানাজ পারভীন এর কাছ থেকে কুখরালি আমতলায় রামদেবপুর মৌজায় ২৩২৯ দাগে মোট জমি ২ একর ৫৫ শতকের মধ্যে ৫৭ শতক জমি ৫১ লক্ষ টাকা দামে ১৩ লাখ ৫৫ হাজার টাকা দিয়ে বায়না পত্র করে নেই। বায়না করার পর রানা ও হন্নান আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদেরকে আমি ১৩ হাজার টাকা দেয়। তারপেরও তারা আমার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলো। তাদের টাকা না দেওয়ায় তারা এ পাঁচিল ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে মো. হান্নানের মোবাইলে বার বার ফোন দিলেও তিনি ফোন ধরেনি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।