শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি সাহায্য সংস্থা রেইন ড্রপস ট্রাস্টের উদ্যোগে এবং বীকোন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, বৃৃটেন’র সোয়ান্সী ইসলামিক একাডেমির ডাইরেক্টর ড. আব্দুস সালাম আজাদীর সার্বিক তত্বাবধানে ও দিক নির্দেশনায় গতকাল শুক্রবার সকালে উপজেলার জয়নগরে মরহুম সাবিলার রহমান সরদারের বাড়ি থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীকোন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আব্দুস সামাদ আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গনিসহ অন্যান্য অতিথিবৃন্দ।