মামুন বিল্লাহ কালীগঞ্জ : সবার অংশগ্রহণ ভিত্তিক পি ,আর পদ্ধতিতে নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশে পিআর (প্রোপো রশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বক্তারা অভিযোগ করে বলেন পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি যা জনগণ মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পি আর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবারও যেন কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হতে না পারে। সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। এদেশে ৭০ ভাগ জনগণ পিআর নির্বাচন চায় । ৫৪ বছর দেশ স্বাধীনতা লাভ করলেও দেশের জনগণ পরাধীনতার শৃংখলে আবদ্ধ ছিল। অচিরেই দেশে ইসলাম প্রতিষ্ঠা করে দেশ থেকে কথিত দেশপ্রেমিক স্বৈরাচারীর দোসর, খুনি ,লুটেরা, চাঁদাবাজদের বিতাড়িত ও নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারীর দোসর জাতীয় পার্টি সহ ১৪ দল যাতে নির্বাচনে অংশ না নিতে পারে সেজন্য নিষিদ্ধের দাবি করেন। কোরআনের আলোকে বাংলাদেশের ইসলামী আইন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম বন্ধ হবে না। সারাদেশের ন্যায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শাখা কার্যালয়ের সামনে ফুলতলা গোলচত্তরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিতে এবং উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, বায়তুল মাল সেক্রেটারি আবু রাসেল আসকারী, সহকারি সেক্রেটারি আনারুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ডক্টর অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি মাহবুবুর রহমান উপজেলা ছাত্র শিবিরের পূর্বের সভাপতি শরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা প্রমুখ। সব শেষ বাংলাদেশ জামায়াতে ইসলাম কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের জামায়াত ইসলামী সহ তার সহযোগী সংগঠনের হাজার হাজার কর্মী ,সমর্থক ও নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের প্লাকাড নিয়ে মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি ফুলতলা মোড় থেকে উপজেলার প্রধান প্রধান পরিদক্ষন করে জামায়াতে ইসলামী কার্যালয় চত্বরে এসে শেষ হয়।