শেখ আতিকুর রহমান, কালিগঞ্জ থেকে:
বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ভোকেশনাল ক্রিড়া সমিতির উদ্যোগে ও কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা ক্রিড়া সমিতির ব্যবস্থাপনায় ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
একটিবার মঙ্গলবার সোমবার (৭ অক্টোবর ) সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা শিক্ষা অফিসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লার সভাপতিত্বে দাবা কাবাডি ও সাঁতার প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ৫১ তম শীতকালীন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষিকা রওশনারা খানম ও সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান অফিস সহকারী সাব্বির আহমেদ সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ক্রিড়া শিক্ষকের উপস্থিত ছিলেন।
আগামীকাল ৮ অক্টোবর থেকে কালীগঞ্জে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও ভোকেশনাল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ দাবা কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।