
হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহার:- পূর্ব শত্রæতার জের ধরে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে নারী পুরুষ সহ ৩ জন কে পিটিয়ে, কুপিয়ে এবং পায়ের রগ কেটে রক্তাক্ত জখমের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ধর্ষক,সন্ত্রাসী দিদার কে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে কোপানোর কাজে ব্যবহৃত দা ও রড উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১২ আগষ্ট) বেলা দেড়টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে। দিদার বক্স মোড়ল (৩৫), উপজেলা চাঁচাই গ্রামের মৃত মাদার আলী মোড়লের পুত্র এবং বিষ্ণুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বয়স জালিয়াতী ও ভুয়া সনদে চাকুরী পাওয়া অভিযুক্ত চৌকিদার আব্দুল কাদেরের ভাই। সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত চাঁচাই গ্রামের শহিদুল মোড়লের স্ত্রী ফাতেমা খাতুন (৫৫) তার পুত্র শফিকুল ইসলাম(২৮) ও একই গ্রামের মৃত বদিউল্লাহ মোড়লের পুত্র আব্দুস সালামকে (৪৫) ঐদিন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উক্ত ঘটনায় আহত আব্দুস সালামের ভাই হামিদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসি দিদার সহ ৩জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার (১৩-আগষ্ট) সকালে কালিগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করেছে। থানা সূত্রে এবং ভুক্তভোগী শফিকুল ইসলাম, সালাম, হামিদ সহ একাধিক ব্যাক্তি সাংবাদিকদের জানান, দিদার র্দীঘদিন ধরে ক্ষমতাসীন দলের এক শীর্ষ নেতা এবং জনপ্রতিনিধির ছত্র ছায়ায় উপজেলা জুড়ে র্দীঘদিন যাবত সন্ত্রাসি কর্মকান্ড, চাঁদাবাজী, খুন, ধর্ষন, দখলবাজী সহ নানান অপকর্ম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষন, আওয়ামীলীগ নেতা হত্যা চেষ্টা সহ একাধিক মামলা আছে। পূর্ব শুত্রæতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে গত বৃহস্পতিবার বেলা আনুমানিক দেড়টার সময় শফিকুল ইসলাম বাড়ী ফেরার পথে রড,দা, সাবল, ও অবৈধ অস্ত্রস্বস্ত্র নিয়ে দিদারের নেতৃত্বে ৩/৪জন সন্ত্রাসি শফিকুলকে পিটিয়ে ও কোপাতে থাকলে তার ডাক চিৎকারে তার মা ফতেমা বেগম এবং চাঁচাতো ভাই আব্দুস সালাম ছুটে বাঁচাতে আসলে তাদেরকেও বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দিদার বাহিনী। পরে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে বিকালে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। বিষয়টি থানায় জানালে থানা হতে উপ-পরিদর্শক আশিস কুমার ও সহকারি পরিদর্শক তরুন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে এলকাবাসীর সহায়তায় তার বাড়ী ঘেরাও করে গ্রেপ্তার করে। সন্ত্রাসি দিদার গ্রেপ্তারে সস্তি ফেলে শুক্রবার চাঁচাই, হোগলা, পারুগাছা, বিষ্ণুপুর, বন্দকাটি সহ ইউনিয়ন জুড়ে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। তার ভাই আব্দুল কাদের ৫০ বছর বয়স হলেও ভুয়া জন্ম সনদে ও পরিচয় পত্র এবংশ্যামনগর উপজেলার সুন্দরবন হাইস্কুলের নাম ব্যবহার করে ভূয়া সনদে চৌকিদারী চাকুরি এখন চরম বিপদে আছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যতা পেয়ে ইতিমধ্যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন জেলা প্রশাসকের কাছে। তবে আক্রমণের কারণ হিসাবে সন্ত্রাসি দিদারের ভাই আব্দুল কাদেরের ভূয়া সনদ এবং জালিয়াতির বিষয়টি এলকাবাসী জানিয়েছে বলে এই সন্দেহ পোষন করে শফিকুল এবং তার পরিবারে উপরে হামলা হয়েছে বলে অনেকে ধারণা করেছে।