
হাফিজুর রহমানঃ- ২০ নভেম্বর ২০২১ হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত ব্যাপক কর্মস‚চি গ্রহণ করা হয়েছে। ১৯৭১ সালের ২০ নভেম্বর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ মা-বোনদের বেদনারশ্রুর বিনিময় কালিগঞ্জবাসি হানাদার মুক্ত হয়। সেই থেকে ২০ নভেম্বর কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস পালিত হয়ে আসছে। আগামী ২০ নভেম্বর দিবসটি পালন উপলক্ষে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক কর্মস‚চির মধ্যে প্রত্যুষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ স‚চনা। সকাল সাড়ে ৮ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অবস্থিত বিজয় স্তম্ভ পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকাও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৯ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে শহীদ ইউন‚সের মাজার পর্যন্ত মুক্ত দিবসের বিজয় রালী সকাল ১০ টায় মহৎপুর সরকারি কবরস্থানে শহীদ ইউন‚সের মাজার জিয়ারত। সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্ত দিবসের উপর আলোচনা সভা। বাদ জোহর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত। বেলা ২ টার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিষয়টি কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম এবং ২০ নভেম্বর মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ মনির আহমেদ নিশ্চিত করেন।