হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- খাবারের প্রলোভনের ফাঁদে ফেলে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় কেনা গাজী (৪০) নামক এক ফেরিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কেনা গাজী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বপুর গ্রামের আবুল গাজীর পুত্র। ঘটনাটি ঘটেছে রবিবার (০১ আগস্ট) বেলা ১১টার সময় উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে।উক্ত ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা শিরিনা খাতুন বাদী হয়ে সোমবার থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেছে। থানায় মামলা দায়েরের পর থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হাসানুর রহমান অভিযান চালিয়ে সোমবার ১১ টার সময় মহেশপুর এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করে। থানায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা শিরিনা খাতুন সাংবাদিকদের জানান, কেনা গাজী এলাকায় ফেরি করে ভাংড়ির ব্যবসা করে আসছিল। আমার কন্যাকে রবিবার বেলা ১১টার সময় পাঁপর ভাঁজা দেওয়ার প্রলোভনের ফাঁদে ফেলে পাশ্ববর্তী মৎস্য ঘেরের বাসায় নিয়ে ধর্ষণ চেষ্টা চালালে তার চিৎকারে আশে-পাশের লোকজন চলে এলে ধর্ষক কেনা গাজী পালিয়ে চলে যায়। আমরা থানায় মামলা দায়ের করলে থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান গতকাল ধর্ষককে গ্রেফতার করে।