মামুন বিল্লাহ: মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনা,বিজিবির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী মদ,১ টি মোবাইলসহ আমজিয়ার হোসেন ও আব্দুর রব নামে ২ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২ ডিসেম্বর )বিকাল সাড়ে ৪ টার দিকে সাতক্ষীরার উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় সেনা ,বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী মদ ও ১টি মোবাইলসহ তাদেরকে হাতেনাতে আটক করে। আটকৃত শেখ আজমিয়ার হোসেন (৪২) সাতহালিয়া গ্রামের আব্দুর রবের পুত্র অপরজন কাটুনিয়া গ্রামের আমিনুর রহমানের পুত্র আব্দুর রব (৩৫) । আটককৃত ২ মাদক কারবারিকে ঐদিন রাতে নিল ডুমুরিয়ায় অবস্থিত বিজিবির ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে জমা দিয়েছেন বলে জানা গেছে। আটককৃত দু,জনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে যৌথ বাহিনীর সদস্যরা জানান। তারা নিকটস্থ সীমান্ত রক্ষী বিজিবির চোখ ফাঁকি দিয়ে এই ভাবে মাদকে বড়বড় চালান এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে এলাকাবাসী এ প্রতিনিধিকে জানান। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল আটকৃত দুজনকে সাতক্ষীরার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।