
মামুন বিল্লাহ (কালিগঞ্জ) : পুশ বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালত কর্তৃক জেলিপুশ কৃত ২৫ কেজি বাগদা সহ নজরুল ইসলাম নামে এক চিংড়ি ব্যবসায়ীকে আটক করে ৭ হাজার টাকা জরিমানা আদায় জ্ঞ করা হয়েছে। পরে ঐ পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করে পেট্রোলের আগুন দিয়ে বিনষ্ট করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ হোসেন আলীর পুত্র ভেজাল চিংড়ি ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস হানা দিয়ে এ অভিযান পরিচালনা করে। কালিকাপুর রঘুনাথপুর এলাকায় অসাধু চিংড়ি ব্যবসায়ীরা বাড়িতে ফেলে জেলি মিশ্রিত অপ দ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধির অধিকাংশ ব্যবসায়ীরা এই অপকর্ম চালিয়ে আসছিল এর আগেও একাধিকবার ওই অসাধু ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে পুশ কৃত বাগদা জব্দ করে জেল জরিমান করা হয়েছে। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত এই অপকর্ম চালিয়ে আসছে বলে এলাকাবাসী এ প্রতিনিধিকে জানান ।