
কালীগঞ্জ ব্যুরো: মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(০৪-নভেম্ববর) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ বিল্লাল হোসেন মৃধা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মিজানুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান প্রমুখ। বক্তারা বলেন দুর্ঘটনা-দুর্যোগে সবার আগে সবার পাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালীগঞ্জ বাস স্টেশন সার্বক্ষণিক সুরক্ষা সেবা দিয়ে আসছে বক্তারা আরো বলেন অগ্নিকাÐ সহ সকল দুর্যোগ মোকাবেলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করণে মাধ্যমিক এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহব্যাপী গণসংযোগ মহড়া সহ বিভিন্ন কর্মস‚চি পালন করা হবে।