
হাফিজুর রহমান ঃ- কালীগঞ্জে পৌত্র আরাফাতকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধা দাদী হাসিনা বেগম (৫৩) এর করুণ মৃত্যু হয়েছে।
(২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ৩ টার দিকে কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উচ্ছেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম উচছেপাড়া গ্রামের আব্দুল গাজীর স্ত্রী।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
নিহতের স্বামী আব্দুল গাজী সাংবাদিকদের জানান, বাবা মা হারা আমার একমাত্র পৌত্র আরাফাত টর্চ লাইট চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ এর প্লাগের সুইচ গুঁজে দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে ছটফট করতে থাকলে রান্নাঘর থেকে তার দাদী এসে প্লাগ খুলে নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার দাদী ঘটনাস্থলেই মারা যায়।