
হাফিজুর রহমানঃ- ক্রেতা সেজে ভ্যান আলার বেশ ধরে অভিনব ফাঁদে ফেলে অভাবনীয় সফল্যে পুলিশের সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক সম্রাট একাধিক মামলার আসামি রাফায়েত আলী (৪৭) ওরফে রাফুকে ১১১ পিস ইয়াবাসহ আটক করেছে। মাদক বিক্রেতা রাফায়েত ইয়াবা দেওয়ার নামে আশাশুনির হাড়িভাঙ্গা বাজার, কালীগঞ্জের বাবুর আবাদ, ঘুরিয়ে সর্বশেষে সাতক্ষীরার কালীগঞ্জ থানার মথুরেশপুর ইউনিয়নের দুধলী বাস স্ট্যান্ডার একটি চায়ের দোকানের সামনে হতে (০৭-অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১০ টার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত রাফায়েত ওরফে রাফু মৌতলা গ্রামের মৃত মশিউর রহমানের পুত্র। উক্ত ঘটনায় থানার উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নাম্বার-১২। মাদক ব্যবসায়ী রাফায়েত এর আগে রাবের এর হাতে ফেনসিডিলসহ ধরা পড়ে দীর্ঘদিন জেল হতে বাড়ি এসে আবারো মাদক ব্যবসা রমরমা ভাবে চলিয়ে আসছিল। তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা আছে। থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, কোন মাদকসেবক ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে আপোষ নাই। অভিযান অব্যাহত থাকবে মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সাংবাদিকদের সাহায্য করার অনুরোধ জানান।