হাফিজুর রহমানঃ– পূর্ব শত্রুতার জের ধরে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর বেধড়ক পিটিয়ে সালেহা খাতুন(৪২) নামে এক গৃহবধূকে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত (১৯ সেপ্টেম্বর) রবিবার রাত ৯টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামে। গুরুতর আহত সালেহা খাতুন ওই রাতেই কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত সালেহা খাতুন পশ্চিম মৌতলা গ্রামের আমিন আলী গাজীর স্ত্রী উক্ত ঘটনায় গৃহবধূর স্বামী আমিন আলী গাজী বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছে। থানা সূত্রে এবং ভুক্তভোগী গৃহবধূ তার স্বামী আমিন গাজী ওয়াসিম সহ একাধিক ব্যক্তি জানান, পশ্চিম মৌতলা গ্রামের আমিন আলী গাজী এর সঙ্গে একই গ্রামের শেখ নুর আলীর পুত্র আশাপুর গং এর সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। রবিবার পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে আশাপুর এর নেতৃত্বে ৩/৪ জনের একটি সন্ত্রাসী গ্রুপ রাত আনুমানিক ৯ টার সময় বাড়িতে হামলা চালিয়ে আমিন আলী গাজী কে পেটাতে থাকে ওই সময় তাঁর স্ত্রী সালেহা খাতুন বাঁধা দিতে আসলে রড দিয়ে মাথায় বাড়ি এবং বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে বাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়।
কালীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১
পূর্ববর্তী পোস্ট