
কালিগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩, উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করায় শ্রেষ্ঠ হয়েছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ কে এম মোস্তাফিজুর রহমান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহবুদ্দিন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, (মহিলা) দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা, বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা শাখার যুগ্ম সম্পাদক জাকিয়া সুলতানা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাজান কবির শান্ত, শ্রেষ্ঠ কাব শিক্ষক, ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তনুপা সরকার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি, মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ ওহিদুর রহমান ছোট, শ্রেষ্ঠ অফিস সহকারী নাসির উদ্দিন ও শ্রেষ্ঠ বিদ্যালয় নলতা মডেল সরকারি প্রাথমিক নির্বাচিত হয়েছেন, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ যাচাই-বাছাই কমিটি কর্তৃক শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে।