হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহার: পুলিশের মাদক কেনা-বেচার অভিনব ফাঁদে ফেলে মাদক কারবারি ইউপি সদস্য প্রশান্ত হালদার ওরফে বাবু মেম্বার ও তার সহযোগী শশাঙ্ক মন্ডল কে সাড়ে ৭′শ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান ও তার সহযোগী কনস্টেবল ইমাম হোসেন মাদক কেনার ক্রেতা সেজে বুধবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ৫টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের সদরকাটিতে তাদের গ্রামের বাড়িতে গেলে মাদক দেওয়ার সময় সাড়ে ৭′শ গ্রাম দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদকসম্রাট মাদক কারবারি ইউপি সদস্য প্রশান্ত কুমার হালদার উপজেলার ধলবাড়িয়া ইউনিউনের সদরকাটি গ্রামের মৃত- যতীন্দ্র নাথ হালদারের পুত্র এবং ইউনিয়নের ১নং নাম্বার ওয়ার্ড সদস্য তার সহযোগী পার্শ্ববর্তী ড্যামরাইল গ্রামের হাজারি মন্ডল এর পুত্র শশাঙ্ক মন্ডল। উক্ত ঘটনায় কালীগঞ্জ থানার উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে থানায় একটি মাদক আইনে মামলা দায়র করেছে।
থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, প্রশান্ত হালদার ওরফে বাবু মেম্বার দীর্ঘদিন যাবৎ ইউপি সদস্যের মুখোশ পড়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আমরা তাকে একাধিকবার গ্রেফতারের চেষ্টার পরেও তাকে ধরতে পারিনি অবশেষে মাদক কারবারি ক্রেতা সেজে তার বাড়িতে মাদক কিনতে যেয়ে হাতে-নাতে তাকে এবং তার সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হই। মাদক কারবারিদের সাথে কোন আপোষ নাই। মাদকের বিরৃদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।