
কালীগঞ্জ ব্যুরো: ক্রেতা সেজে অভিনব ফাঁদে ফেলে ১কেজি গাঁজাসহ মাদক কারবারি সুকুমার দাস কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের এবি ব্রিকসের সামনে রাস্তার পাশে শাহিনের দোকানের সম্মুখে থেকে। আটককৃত মাদক কারবারি সুকুমার দাস (৫২) উপজেলার বাগবাটি গ্রামের মৃত কৃষ্ণপদ দাস এর পুত্র। উক্ত ঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নাম্বার ৪। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে মোবাইলে ফাঁদ পেতে থানার উপসহকারী পরিদর্শক জিল্লুর রহমান এক কেজি গাঁজাসহ মাদক কারবারি সুকুমার দাস কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় এর আগেও একাধিক মাদক মামলা আছে। তার বিরুদ্ধে মামলা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে মাদককে জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।