হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহার ঃ কালীগঞ্জ উপজেলার বর্তমান সময়ে আলোচিত অসহায়, এতিম, অন্ধ ভিক্ষুক মরিয়ম ও বোন রাহেলার বাড়ীতে খাদ্য ও অর্থ সহায়তা নিয়ে হাজির হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী রবিবার দুপুর ১২টার সময় ১০ কেজি করে চাউল, ডাউল, তেল, চিনি এবং নগদ ১ হাজার টাকা করে এতিম দুই বোনের হাতে তুলে দেওয়া হয়। ঐসময় উপস্থিত ছিলেন সাতনদী পত্রিকার কালীগঞ্জ উপজেলার নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান, হাবিবুল্লাহ বাহার ও কালের চিত্র পত্রিকার ব্যুরো প্রধান সাজেদুর রহমান সাজু সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। উপজেলা চেয়ারম্যান কে কাছে পেয়ে বাজার গ্রামের জনসাধারণ একত্রিত হয়ে এলাকার রাস্তাঘাট সরকারি সাহায্য সহনাভুতি পাওয়া না পাওয়ার বিস্তর অভিযোগ তুলে ধরে। বলেন এলাকার অতি গরীব, অসহায় ব্যক্তিরা সরকারের দেওয়া সুযোগ সুবিধা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ড, প্রতিবন্দী কার্ড, প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীনদের জন্য গৃহ নির্মান সহ ঈদের সময় ভিজিডি কার্ডের চাউল বা নগদ অর্থ সহায়তা তারা পান না। শুধুমাত্র চেয়ারম্যান এবং মেম্বরদের পছন্দমত লোক না হলে তালিকায় নাম ওঠে না। গত ঈদ-উল ফিতরে অনেকের নামে নগদ টাকা আসলেও তাদেরকে না জানিয়ে প্রতারনার মাধ্যমে মেম্বর, চেয়ারম্যানের লোকজন উঠাইয়া নিয়াছে। বিষয়টি তিনি দেখবেন বলে এবং বিভিন্ন প্রকার সহায়তা দেওয়ার এবং এলাকায় উন্নয়নমূলক কাজের আশ্বাস দিয়ে তিনি বলেন আজ আমি এখানে আসার জন্য প্রথমে ধন্যবাদ জানাই সাতনদী পত্রিকাকে এবং তার সম্পাদক ও প্রতিনিধিদের। তাদের কারনে উঠে এসেছে সমাজের অবহেলিত, বি ত, অসহায় এতিম ভিক্ষুক অন্ধ মরিয়ম ও তার বোন রাহিলার ঘটনাচিত্র। সাংবাদিকদের মাধ্যমে আমি জানতে পেরে তাদের পাশে এসে আর্থিক সহায়তা ও দাড়ানোর সুযোগ পেলাম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সাতনদী যে গনমানুষের মুখপাত্র তারা সে সত্যতা তুলে ধরে আমাদের মত জনপ্রতিনিধিদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এজন্য আমি সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান ভাইয়ের নিকট কৃতজ্ঞ। প্রসঙ্গত সাতনদী পত্রিকায় কালীগঞ্জে বৃদ্ধা অন্ধ এতিম ভিক্ষুক দুইবোন মরিয়ম ও রাহিলার ক্ষুধার যন্ত্রনায় জীবন মৃত্যুর সন্ধীক্ষনে গত শনিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসলে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফার দেওয়া নগদ ২ হাজার টাকার খাদ্য ও আর্থিক সহায়তা প্রতিবেদক হাফিজুর রহমান ও হাবিবুল্লাহ বাহারের মাধ্যমে গত শনিবার বিকাল ৫টার সময় এতিম দুবোনের বাড়ীতে যেয়ে জেলা পরিষদ সদস্য আলফার সহায়তা পৌছে দেওয়া হয়। এছাড়াও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা এতিম দুই বোনের খাদ্য সহায়তা দেবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। বিষয়টি সাতনদী পত্রিকায় প্রকাশ হওয়ায় গণমাধ্যম এবং কালীগঞ্জ উপজেলা এখন টক অবদি টাউনে পরিনত হয়েছে।
কালীগঞ্জে এতিম বৃদ্ধা দুই বোনকে খাদ্য ও আর্থিক সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী
পূর্ববর্তী পোস্ট