মামুন বিল্লাহ : শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৩৪ তম আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধীদ দিবস পালিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় বুধবার (৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অরনা চক্রবর্তী ,সুবর্ণ নাগরিক সংস্থার নির্বাহী পরিচালক ফরাদ রেজা,এমজেএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, সহ সুধি ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।