
বিশেষ প্রতিবেদক:
কালীগঞ্জ উপজেলার নলতা, ভাড়াশিমলা সহ বারোটি ইউনিয়নের সর্বত্র ক্রয় বিক্রয় হচ্ছে মরন নেশা গাজা, ফেন্সডিল ও ইয়াবা। প্রাপ্ত সুত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার খানজিয়া ও শুইলপুর সীমান্তের ইছামতি নদী সাতরিয়ে শুইলপুর গ্রামের আতিয়ার রহমানের পুত্র শোকর আলী এবং তার মাদক সিন্ডিকেটের সদস্যরা বর্ডার গার্ডের চোখ ফাকি দিয়ে প্রতিরাতে ভারত থেকে মরন নেশা ফেন্সিডিল পাচার করে এনে কালীগঞ্জ উপজেলা, শ্যামনগর সহ দেশের বিভিন্ন জেলায় পাচার করছে।
কুখ্যাত মাদক ব্যাবসায়ী শোকর গাজী একাধিক বার গ্রেফতার হলেও তার শক্তিশালী মাদক সিন্ডিকেটের সদস্যরা তাকে জামিনে মুক্ত করে আনেন। মাদক ব্যাবসা বন্ধের জন্য কালিগঞ্জ থানা পুলিশ শোকর গাজীর পায়ে গুলিও করেছিল, কিন্ত তার মাদক সিন্ডিকেট বন্ধ করতে পারেনি। মাদক ব্যাবসা করে শোকর গাজী কোটি কোটি টাকার সম্পদ ক্রয় করেছেন।
এদিকে মাদক সেবন করে উঠতি বয়সের তরুন, সহ স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারের অতল গহব্বরে হারিয়ে যাচ্ছে। মাদক সেবনে অভ্যস্ত হয়ে অনেক যুবক ও তার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছেন।
অনতিবিলম্ব মাদক সম্রাট শুইলপুরের শোকর গাজী সহ তার মাদক সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতার করে মাদক নির্ম‚ল, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভুক্তভোগী অভিভাবক সহ সচেতন এলাকাবাসী অনতিবিলম্ব সেনাবাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।