
মামুন বিল্লাহ (কালিগঞ্জ): জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর কর্মী-সমর্থকদের প্রত্যাশিত এ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে স্থানীয় নেতাকর্মীরা ভোট প্রদান করেন। ১১ অক্টোবর শনিবার বেলা ৩টা থেকে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে ৯টা ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ড থেকে ৫১ সদস্যের কমিটির মোট ৪৬০ জন কাউন্সিলরদের ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ৬ং নলতা ইউনিয়ন সভাপতি পদে ২১৯ভোট পেয়ে কিসমাতুল বারী সভাপতি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম ওসমান ১৬৮ ভোট,সাধারণ সম্পাদক পদে মিলন কুমার সরকার ২৯১ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর রহমান ১২৭ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে ইয়াকুব আলী খান ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । নলতা রেসিডেনশিয়াল ডিগ্রী কলেজ হলরুমে ফলাফল ঘোষণার পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,উক্ত দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা সাচ কমিটির অন্যতম সদস্যজেলা আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক সাতক্ষীরায় ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র আখতারুজ্জামান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাচ কমিটির টিম সদস্য সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,৬ নম্বর নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকন, ৬ নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুর রহমান,আব্দুল গফুর মেম্বার সাতক্ষীরা জেলা তরুণ দলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ জেলা পর্যায়ের সার্চ কমিটির নেতৃবৃন্দ।