নিজস্ব প্রতিবেদক :
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রতনপুর শাখা অফিস উদ্বোধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ০৪-১০-২০২৪ তারিখ শুক্রবার স্থানীয় রতনপুর বাজারে বিকাল ৫:০০ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রতনপুর শাখার পূর্ব ঘোষণা অনুযায়ী উক্ত অফিস উদ্বোধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে রতনপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে অফিস উদ্বোধন করেন রতনপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব মতিউর রহমান।
অফিস উদ্বোধন শেষে রতনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কারী মোঃ আফতাবুজ্জামানের সঞ্চালনায় এবং রতনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে বিক্ষোভ সমাবেশ ও একটি র্যালি নিয়ে রতনপুর বাজার প্রদক্ষিণ করেন।
অনুষ্ঠানটিতে " মাদক, ভূমিদস্যু,চাঁদাবাজ,দখলদার এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ" সম্বলিত ব্যানারের প্রতিপাদ্য নিয়ে বক্তারা বক্তব্য পেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী সরকারের দুঃশাসনের চিত্র স্মরণ করে ক্ষোভ প্রকাশ করেন ও আওয়ামী সরকারের দুঃশাসনের চরিত্র থেকে সকলকে বেরিয়ে এসে জামাত ইসলামী বাংলাদেশ সংগঠনের সাথে যুক্ত হওয়ার উদাত্ত আহবান জানান।
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে অনুষ্ঠানটির সভাপতি ও প্রধান অতিথি ছাড়াও আরো বক্তব্য দেন, হাফেজ মাওলানা আবু হাসান মেজবাহ ,মাওলানা সাইফুল্লাহ সিদ্দিক, মাওলানা বাকি বিল্লাহ বেলালী ও রোমানিয়া প্রবাসী মোঃ আলমগীর হোসেন সহ আরো অনেকে।
তাছাড়া বিক্ষোভ সমাবেশ ও র্যালিতে রতনপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর হাজার হাজার কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।