
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: একদিকে চলছে রাস্তার ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাইকিং আর অন্যদিকে চলছে কালিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের রাস্তার ধারের জায়গা দখল করে অবৈধ ভাবে ঘর নির্মাণের হিড়িক। শনিবার ভোর থেকে বাশ-খুটি টিন নিয়ে কাঁকশিয়ালী গ্রামের সাবেক মেম্বর আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তারালী রাস্তার মোড় হতে এক’শ গজ দক্ষিণে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার ধারে ঘর নির্মাণের কাজ চালিয়ে গেলেও দেখার কেউ নাই। সাতক্ষীরা হতে কালিগঞ্জ, শ্যামনগর পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের প্রধান সড়কের দু’ধারে অবৈধ ভাবে দখল করে শত শত বাড়ী ঘর, দোকান পাট, মিল কলকারখানা গড়ে তুলেছে অবৈধ দখলদারিরা। এ সমস্ত বাড়ী ঘর দোকান পাট ভাড়া দিয়ে বছরে লক্ষ লক্ষ টাকা আদায় করলেও সড়ক ও জনপদ বিভাগ হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। এই ভাবে অবৈধ স্থাপনা দিনের পর দিন বাড়ার কারনে প্রতিনিয়ত সড়ক দূঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলকাবাসী। এ ব্যাপারে সাবেক মেম্বর আব্দুল কুদ্দুস বলেন আমার পূর্বের দখলকৃত জায়গায় ঘর নির্মাণ করছি উচ্ছেদ হলে ভেঙ্গে নেব।