নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জের গণমাধ্যম কর্মীদের অন্যতম সংগঠন ‘রিপোর্টার্স ক্লাব’ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সময়ের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি ও দৈনিক পত্রদূত এর বিশেষ প্রতিনিধি নিয়াজ কওছার তুহিনকে সভাপতি, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসানকে সাধারণ সম্পাদক এবং দৈনিক আলোকিত সকাল এর স্টাফ রিপোর্টার মোঃ আরাফাত আলীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি যথাক্রমে আহাদুজ্জামান আহাদ (দৈনিক জনতা), শেখ সাদেকুর রহমান (দৈনিক হৃদয়বার্তা) ও শেখ শরিফুল ইসলাম (দৈনিক দৃষ্টিপাত ও দৈনিক কালবেলা), সহকারী অধ্যাপক মাসুদুর রহমান (দ্যা ডেইলি মর্ণি গেøারি), সহসাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (বিশেষ প্রতিনিধি, দৈনিক দৃষ্টিপাত), অর্থ সম্পাদক মোঃ শের আলী (দৈনিক গ্রামের কাগজ), দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দীন (দৈনিক বাংলার ভোর), তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ (জেলা প্রতিনিধি, দৈনিক ডেসটিনি), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ জেহের আলী (দ্যা ডেইলি মুসলিম টাইমস্), রেদওয়ান ফেরদৌস রনি (দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ আব্দুস সালাম (দৈনিক অধিকরণ) ও মোঃ আরিজুল ইসলাম (দৈনিক সমাজের কথা)।
সদস্য যথাক্রমে তারিকুল ইসলাম লাভলু (আলোকিত বাংলাদেশ) আফজাল হোসেন (দৈনিক জনকন্ঠ), আবু বক্কর সিদ্দীক (দৈনিক আলোকিত সকাল), চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক কল্যাণ), এনামুল হক এনাম (পত্রদূত), শেখ শাওন আহম্মেদ সোহাগ (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), মোঃ আবুল হোসাইন (সূর্যের আলো), শেখ আরিফুজ্জামান রাজু (দৈনিক নবধারা), শেখ ইকবাল আলম (সময় নিউজ), মোঃ সাইফুল ইসলাম (দৈনিক নবচেতনা), মোঃ মোখলেছুর রহমান মুকুল (দৈনিক খবরের আলো), আব্দুল মাজিদ (দৈনিক দৃষ্টিপাত), মীম ইসলাম (দৈনিক সাতক্ষীরার সকাল), মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক মুক্ত দেশ), মোঃ আলাউদ্দীন (দৈনিক মুক্তি), মোঃ মিয়ারাজ হোসেন (দৈনিক ডেসটিনি), শেখ ফারুক হোসেন (দৈনিক নবচিত্র), তাজুল হাসান সাদ (বাংলাদেশ মেইল) ও আবু সাঈদ (দৈনিক আজকালের খবর)।