
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: মাদক সেবন কালে বেরসিক পুলিশি অভিযানে ৭জন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার সময় কালিগঞ্জ বাস-টার্মিনালে অভিযান চালালে এ ঘটনা ঘটে। ঐ সময় মাদক সেবীদের নিকট হতে এক’শ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় থানার সহকারি- উপ পরিদর্শক রাসেল বাদী হয়ে ঐ রাতেই ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ২১ ধারায় ১টি মামলা দায়ের করেছে। মামলা নম্বর-৮। গ্রেপ্তাকৃত মাদক সেবীরা হলো উপজেলার কাঁকশিয়ালী গ্রামের মোবারক গাজীর পুত্র সবুর গাজী (৪০), বাগমারি গ্রামের মৃত সুরোত আলী গাজীর পুত্র মইনুল ইসলাম (৪৩), ভাড়াশিমলা গ্রামের মৃত নুরুদ্দিন সাহাজীর পুত্র জাহাঙ্গীর সাহাজি (৩২), পশ্চিম নারায়নপুর গ্রামের মোহাম্মদ গাজীর পুত্র রবিউল ইসলাম (৪০), মারকা গ্রামের নওশের আলীর পুত্র শফি হোসেন ওরফে মুন্না (১৯), কাশিবাটি গ্রামের মৃত শেখ সৈয়দ আলীর পুত্র শেখ আমিনুর (৫০), এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার জোনার চর গ্রামের হাসেম আলীর পুত্র মনিরুল ইসলাম (২৪)। গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। থানার উপ-পরিদর্শক চিন্ময় সরকার জানান র্দীঘদিন যাবত কালিগঞ্জ বাস-টার্মিনালে মাদক বেচা-কেনা সহ মাদক সেবনের আড্ডা বসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।