
প্রেস বিজ্ঞপ্তি: কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাইফুল বারী সফু হৃদরোগে গুরুত্বর অসুস্থ্য হয়ে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সুমন কুমার দাশের তত্বাবধানে আইসিইউতে চিকিৎসা চলছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।
সাংবাদিক শেখ সাইফুল বারী সফু’র দ্রুত সুস্হ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, জি.এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।