আব্দুর রহিম, কালিগঞ্জ: ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সনদ কুমার গাইন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার সেন, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ এর উপদেষ্টা পরান মন্ডল, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ এর আইন বিষয়ক সম্পাদক রবীন্দ্রনাথ বাছড় প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ।