
হাফিজুর রহমান : মাক্স পরার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ এই শ্লোগান কে সামনে নিয়ে কোভিট-১৯ করোনা ভাইরাস ২য় ধাপ মোকাবেলায় দেশ ব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগের অংশ হিসাবে কালিগঞ্জ থানার আয়োজনে কালিগঞ্জ উপজেলা জুড়ে জন সচেতনা মুলক প্রচারনা ও র্যালী সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (২১ মার্চ) বেলা ১১টার সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত), উপ পরিদর্শক, সহকারী উপ পরিদর্শক ও সদস্যদের নিয়ে তানা চত্ত্বর হতে একটি র্যালী বাহির হয়। র্যালীটি উপজেলার বৃহত্তম নাজিমগঞ্জ বাজার প্রদক্ষিন করে থানা রোড হয়ে ফুলতলা বাজার গোলচত্ত্বর, কলেজ রোড, কাঁকশিয়ালী সেতু পাড় হয়ে কালিগঞ্জ বাসটার্মিনাল এবং উত্তর কালিগঞ্জ বাজার হাসপাতাল রোড প্রদক্ষিণ এবং জনসাধারণ কে সচেতন করতে সমাবেশ ও মাস্ক বিতরণ করা হয়। নো মাস্ক নো সার্ভিস এবং কোভিট ১৯ করোনা ঠেকাতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে আহবান জানানো হয়। উপজেলায় জন গুরুত্বপূর্ন এলাকায় বিভিন্ন জন সংগম এলাকায় সমাবেশে ওসি দেলোয়ার হুসেন তার বক্তব্যে বলেন সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশে কোভিট ১৯ করোনা ভাইরাসের সংক্রমন শুরু হওয়ায় এক বছর পর ২য় ধাপে সংক্রমন পরিস্থিতি নতুন মাত্রায় বেড়ে যাওয়ায় উদ্যোগের কারণ হয়ে দাড়িয়েছে। বর্তমান করোনা সংক্রমন উর্দ্ধমুখী। আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যু, তার পরেও স্বাস্থ্য বিধি মেনে কেউ চলাফেরা করছে না। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গণপরিবহনে অবাধে চলাফেরা করছে মানুষ। সামাজিক দুরত্বের বালাই নেই। তাই এখন থেকে নো মাস্ক নো সার্ভিস, প্রত্যেক কে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে বাড়ির বাইরে আস এবং চলাফেরার আহবান জানান। স্বাস্থ্য বিধি না মেনে চললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।