মহাসিন হোসেন, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জ নাট্য সংস্থার আয়োজনে আসন্ন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও শীতকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক উপস্থাপনের লক্ষ্যে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ নভেম্বর বিকাল পাঁচটায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে “ভন্ড মেয়ে” নাটকের মহড়া অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা যাত্রা ফেডারেশনের এর সভাপতি সুকুমার দাশ বাচ্চুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক নাট্য অভিনেতা গোলাম আইয়ুব জুলু, অভিনেতা সৈয়দ মোমিনুর রহমান, বাবলুর রহমান, স্বপন ঘোষ, রামপ্রসাদ ঘোষ, মনোয়ারা পারভিন, রানী মন্ডল, মধুমালা বিশ্বাস, ভবেশ চন্দ্র মন্ডল, সুমি ও শাকির আহমেদ বাবু প্রমুখ। অনুষ্ঠানে সংগীত, নৃত্য পরিবেশন ও নাটকের মহড়া অনুষ্ঠিত হয়।