
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: সংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। তাই সাংবাদিকদের সহযোগিতায় সকলকে নিয়ে কালিগঞ্জ থানাকে মাদক, সন্ত্রাস, জঙ্গি, চাঁদাবাজ, দালাল টাউট মুক্ত থানা গঠন করতে চায়। কালিগঞ্জ থানা আমার বাড়ী, গ্রাম মনে করে উন্নয়নের জন্য সকল কর্মকান্ডে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। সাংবাদিকতা পেশাকে ব্যাক্তি স্বার্থে ব্যবহার করে অপসাংবাদিকতা করা যাবে না। তাতে করে সমাজ ক্ষতিগ্রস্থ হবে। উপজেলার স্কুল, কলেজ, মাদ্রসা যেখানেই যৌন হয়রানি ঘটুক বা বাল্যবিবাহ ঘটলে আমাকে জানিয়ে সহযোগিতা করবেন। নিজেদের সন্তানকে ভালভাবে লেখাপড়া শিখিয়ে দেশ সেবায় নিয়জিত করতে হবে। স্কুল, কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদের সন্ধার পর বই-খাতা ফেলে কোথায় যায় সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ছাত্ররা পড়াশুনা রেখে কোথায় যায় কোন দোকানে বা আড্ডায় পাওয়া গেলে তাকে ধরে আইনের আওতায় এনে অভিভাবকের হাতে তুলে দিয়ে লজ্জা চাই না। সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে। আমার থানার কোন পুলিশ সদস্য যদি কোন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে সাথে সাথে আমাকে জানাবেন আমি তার যথাযথ ব্যবস্থা নেব। ২০১৩ সালে সাতক্ষীরাকে তথা কালিগঞ্জকে অশান্ত করেছিল তাদেরকে সর্তক থাকার আহবান জানান। মাদক সেবন, মাদক ব্যবসায়ী, এবং কোন জঙ্গিবাদ, ইভটিজার সাথে কোন আপস করা হবে না। শুক্রবার রাত ৮টার সময় কালিগঞ্জ থানা ভবনে সদ্য যোগদানকারী কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হোসেন কালিগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা গুলো বলেন। উক্ত মতবিনিময় সভায় কালিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।