আব্দুর রহিম, কালিগঞ্জ: "একতাই বল, একসাথে চল"-এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ থানা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মো. হেদায়েতুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান (কামু), বিশেষ অতিথি ছিলেন পর্যায়ক্রমে সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির সহ-সভাপতি গোলাম কুদ্দুস, সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির সহ-সম্পাদক মিজানুর রহমান (মিজান), সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিন্টু, ছোট, সিরাজ, কাদের, সাইফুলসহ কালিগঞ্জ ডেকরেটর মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন কালিগঞ্জ থানা ডেকোরেট মালিক সমিতির সভাপতি গোপী রঞ্জন অধিকারী।