
মামুন বিল্লাহ ( কালিগঞ্জ) : ছাত্র-জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখায় উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৫ আগস্ট)বিকাল ০৫ টায় উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর নেতৃত্বে মিছিল টি জামায়াত অফিস থেকে শুরু হয়ে নাজিমগঞ্জ বাজার প্রদক্ষিণ করে কালিগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে ফুলতলা জামায়াত অফিসের সামনে শহীদ আলী মোস্তফা চত্বরে এসে শেষ হয়।মিছিলোত্তর পথ সভায় বাংলাদেশ জামায়াত ইসলামী কালীগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবির নেতা আজহারুল ইসলাম, ছাত্র সমন্বয়ক আমীর হামজা,উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ। সকল শহীদদের মাগফিরাত করে
প্রধান অতিথি বলেন, একবছর গত হয়ে গেল অথচ ফ্যাসিবাদের বিচার এখনো দৃশ্যমান হয়নি।কালিগঞ্জে ফ্যাসিবাদের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেফতার করার দাবী জানান।চাঁদাবাজদের হুশিয়ারী করে তিনি বলেন,কালিগঞ্জ বাসী কাউকে চাঁদা দিবেন না।কেউ চাঁদা দাবি করলে তাদের বেঁধে পুলিশকে খবর দিবেন।হাজারো শহীদদের রক্ত বৃথা যাবেনা। একটি সুখি কল্যাণময় রাষ্ট্রের জন্য আগামী নির্বাচনে জামায়াতের সমর্থন কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।