এসিল্যান্ড (বিসিএস, প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হয়েও নিজেকে কখনও শিক্ষক, কখনও কৃষক, কখনও জেলে, কখনও সাংস্কৃতিক অঙ্গনের সক্রীয় সদস্য আবার কখনও যোগ্য অভিভাবকের ভূমিকায় নিজেকে শানিত করে চলেছেন কালিগঞ্জ উপজেলার চৌকস সহকারী কমিশনার ভূমি মো. আজাহার আলী। তিনি রবিবার ( ১৯ নভেম্বর) বেলা ১১ টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের মাঝে পাঠদান করেন। এ সময়ে তিনি ভূমি, ভূমি জরিপ, দলিল, রেকর্ডসহ জমিজমাদী সংক্রান্ত ক্লাসের পাশাপাশি বাল্যবিবাহের কুফল, মাদক ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠার বিষয়ে ক্লাস নেন। এসময় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে নামজারি করার পদ্ধতি, অনলাইনে খতিয়ান / পর্চা সংগ্রহ ইত্যাদি বিষয়ে হাতে কলমে শিখিয়ে দেন তিনি। প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের এই সেশনে কলেজের ১ম ও ২য় বর্ষের শতাধিক শিক্ষার্থী ছাড়াও কলের অধ্যক্ষ ও সকল শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। তিনি কালেক্টর বা ডিসি এর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আইনের অধীনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায়ের কাজ করে থাকেন। ভূমি সংক্রান্ত অধিকাংশ সমস্যা সমাধানের এখতিয়ার রয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার, এডিসি (রেভিন্যু) এবং সর্বোপরি ডিসি বা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে অতি সুচারুভাবে কাজ করে থাকেন। মোঃ আজাহার আলী সহকারী কমিশনার ভূমি পদে কালিগঞ্জে যোগদানের পর থেকে ভুমি অফিসসহ বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রেখে প্রসংশিত হয়েছেন। ভুমি সেবায় তিনি জেলার শ্রেষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর গৌরব অর্জন করেছেন। সম্প্রতি তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছেন।