আব্দুর রহিম, কালিগঞ্জ: সম্প্রতি সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলীর সাথে মতবিনিময় করেছেন রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। বুধবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলা সহকারী কমিশনার এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী বলেন, উপজেলার ভূমি মালিকগণ এখন অত্যন্ত সহজ ভাবে ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছেন। ডিজিটাল পদ্ধতির বাস্তবায়নের কারণে হয়রানি ও প্রতারণা কমেছে। মানুষকে এখন ঘরে বসেই ভূমির নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন এবং বিভিন্ন বিষয়ে তথ্য পাচ্ছেন। সেবার পরিধি বাড়ানোর জন্য প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি। মতবিনিময় সভায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালিগঞ্জ উপজেলায় যোগদানের পর অতি স্বল্প সময়ে হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদান ও সদ্ব্যবহার দ্বারা মানুষের মনে স্থান করে নেয়ায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে মো. আজাহার আলীকে ধন্যবাদ জ্ঞাপন ও উত্তরোত্তর সম্মৃদ্ধি কামনা করা হয় এবং শুভেচ্ছা স্মারক হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।