
আব্দুর রহিম, কালিগঞ্জ: আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ’র যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের আবাহায়ক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা যুবলীগের যুগ্ম আহবায়ক সম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, তানভীর হোসাইন সুজন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম।