
নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯- সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ জহিরুল ইসলাম নান্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য অতিরিক্ত পিপি এড. মোজাহার হোসেন কান্টু। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈমের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য স,ম আব্দুস সাত্তার, সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নু, ইউনিয়ন যুবলীগ নেতা খায়রুল ইসলাম, জাহিদ হাসান, মাছুম বিল্লাহ সুজন, শাহ আলম, সাইফুল ইসলাম প্রমুখ। সভার সুচনালগ্নে পবিত্র কোরআন তেলওয়াত শেষে ১২টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দদের পরিচয় করিয়ে দেওয়া হয়।