
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রেডিও নলতা পরিদর্শন করেন এবং আর্ন্তজাতিক মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত টকশো অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে যোগদান করেছেন কালিগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল। মঙ্গলবার ২৯ জুলাই দুপুর ১ টায় পরিদর্শনে আসেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসার মোস্তফা জামান, মাধব চন্দ্র দত্ত, নির্বাহী পরিচালক স্বদেশ এনজিও এবং জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য, সোহেল আহম্মেদ, সিটিআইপি সদস্য এবং মানব পাচারের শিকার মেহেরুন্নেসা। রেডিও নলতা পরিদর্শনকালে ইউএনওকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান এবং একটি উপহার সামগ্রি প্রদান করেন, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউণ্ডেশনের সুপারিনটেনডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপ্পি। এ সময় আরো উপস্থিত ছিলেন রেডিও নলতার স্টেশন ইনচার্জ মামুন হোসেন, হিসাব রক্ষক আক্তারুজ্জামান মিলন, অনুষ্ঠান বিভাগের প্রধান প্রতিমা রানী। অনুষ্ঠান মেন্টর প্রভাষক শেখ আল আজাদ, টেকনিক্যাল অফিসার রবিউল ইসলাম ও সহ: টেকনিক্যাল অফিসার আব্দুস সালাম, অনুষ্টান উপস্থাপক মারুফ হোসেন, আসমা খাতুন এবং নিরাপত্তা বিভাগের প্রধান আমীর আলী। আর্ন্তজাতিক মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে সুইজারল্যাণ্ড সরকারের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নে রুপান্তর কর্তৃক আয়োজিত টকশো অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।টকশো অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধে অনেক কার্যকরী তথ্য উপাত্ত নিয়ে আলাপ আলোচনা করা হয় এবং আগামীতে আরও ব্যাপক হারে কিভাবে জনসচেতনতার মাধ্যমে মানব পাচারের হার কমানো যায় সে বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে অনেক সচেতনতামূলক তথ্য উপাত্ত তুলে ধরা হয়। লাইভ টকশো অনুষ্ঠানে দর্শক এবং শ্রোতাদেও ব্যাপক সাড়া পড়ে। টকশো অনুষ্ঠান শেষে একান্ত আলাপচারিতায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেডিও নলতার বিভিন্ন কার্যক্রম বিশেষ করে (অনলাইন প্লাটফর্ম-ফেসবুক,ইউটিউব) প্রভৃতি সর্ম্পকে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন এবং রেডিও নলতার পরিদর্শন খাতায় স্বহস্তে তার অনুভূতি প্রকাশ করেন। এ সময় রেডিও নলতার স্টেশন ইনচার্জ মামুন হোসেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে রেডিও নলতার সার্বিক কার্যক্রম সর্ম্পকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার রেডিও নলতাকে আগামীতে এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আর ও বেশি বেশি জোরদার করার জন্য পরামর্শ দেন। সবশেষে, রেডিও নলতার স্টেশন ইনচার্জ মামুন হোসেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়সহ আমন্ত্রিত সকল অতিথীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।