কালিগঞ্জ ব্যুরো: ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আবাধ পুরুষ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কে। এই দিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতা লিপ্সু কতিপয় রাজনীতিক।
তাই সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, কালিগঞ্জ প্রেসক্লাব বিভিন্ন স্কুল, কলেজ ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথকভাবে সোমবার( ১৫ আগস্ট) দিনব্যাপী নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
দিনের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন হাটবাজারে জাতীয় পতাকা অর্ধ নির্মিত ভাবে উত্তোলন করা হয়। সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য শোক শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে কাক শিয়ালি সেতু সংলগ্ন বঙ্গবন্ধু মুরাল পাদদেশে পুষ্প স্তবক অর্পণ করা হয়। পুষ্প স্তবক অর্পণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব প্রফেসর ডা: আ,ফ,ম রুহুল হক (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু প্রমূখ। পুষ্প মাল্য অর্পণ বেলা১০টার সময় উত্তর কালিগঞ্জ মাইক্রো চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিম আলী মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার আফম রুহুল হক (এমপি) বলেন দলকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে মাননীয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, মহিলা আওয়ামী লীগের সভাপতি যে বুন নাহার সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বেলা সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু স্তম্ভে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়। প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফম রুহুল হক এমপির উপস্থিতিতে পুষ্প মাল্য অর্পণ করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,
উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ। এ ছাড়াও কালিগঞ্জ থানা প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, ওসি তদন্ত রফিকুল ইসলাম সহ থানার পুলিশ সদস্যরা পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। ওই সময় কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের নেতৃত্বে স্মৃতিস্তম্ভ এ পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান, সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন , সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কোষাধ্যক্ষ আহাদুর রহমান আহাদ, দপ্তর সম্পাদক সুমন মাহবুব, সদস্য নিয়াজ কাউসার তুহিন, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান, সাবেক অধ্যাপক সনৎ কুমার গাইন, জিএম মামুন, শের আলী, আফজালুর রহমান, এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি , উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতি, কালিগঞ্জ সরকারি কলেজ কালিগঞ্জ রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজ, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানসমূহ পুষ্পমাল্য অর্পণ করেন পুষ্প মাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে বেলা ১২টার রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বেকার যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয় আলোচনা সবার শেষে বেলা একটাই ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোয়া শেষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।