হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪-জুন)বিকাল ৪টায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের আয়োজনে কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরীম আলী মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম-সম্পাদক, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার । এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ৭ নং তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,নাজমুল আহসান, অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, প্রস্তাবিত কমিটির যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সোহেলউদ্দিন ,কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি ,জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সবুর ,খান ওসমান প্রমূখ। এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।