আব্দুর রহিম, কালিগঞ্জ: "আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকার বদ্ধ" প্রতিপাদকে সামনে রেখে কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সৌজন্যে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের মধ্যে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় কালিগঞ্জ সেকেন্দারনগর চৌমোহনী বাজারে রংধনু কমিউনিটি সেন্টারে কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এসএএম আশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ, সাতক্ষীরা জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী এড: জিএম আলী হায়দার, সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি এড. হাবিব ফেরদৌস শিমুল প্রমুখ। এ সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দ ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।