হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: র্দীঘ প্রতিক্ষার পর পেঁয়াজের ঝাঁজ কমাতে কালিগঞ্জে ৪৫ টাকা দরে টি.সি.বি’র পেঁয়াজ বিক্রি উদ্ধোধন করলেন উপজেলা নিবার্হী মোজাম্মেল হক রাসেল। মঙ্গলবার সকলা ৯টার সময় উপজেলা পরিষদের সামনে ৩ রাস্তার মোড় এবং উত্তর কালিগঞ্জ তারালী ৪ রাস্তার মোড়ে এক যোগে এ কার্য্যক্রম আনুষ্ঠিকভাবে শুরু হয়। এসময় টি.সি.বি’র কালিগঞ্জ উপজেলার পরিবেশক শেখ সাদিকুর রহমান এবং আজিজ আহম্মেদ মন্টু উপস্থিত ছিলেন। ৪৫ টাকা কেজি দরের টি.সি.বি’র পেঁয়াজ বিক্রির উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল বলেন উপজেলার জন সাধারণের দূর্ভোগ কমাতে সরকারী ভাবে ডিলারের মাধ্যমে টি.সি.বি’র পেঁয়াজ নায্য মূল্যে বিক্রি শুরু হয়েছে। উপজেলার প্রতিটি মানুষ যাহাতে কিনতে পারে সেজন্য উপজেলার ১২টি ইউনিয়নে পরিষদের চেয়ারম্যানদের তত্বাবধনে টি.সি.বি’র ডিলারের লোক দিয়ে উপজেলায় জনগুরুত্বপূর্ণ বাজারে বিক্রি করার ব্যবস্থা করা হবে। এজন্য সংবাদ কর্মীদের সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন আজ ৬ মেট্টিক টন পেঁয়াজ এনে দুটি পৃথক স্থানে ৪৫ টাকা কেজি দরের বিক্রি শুরু হলো। জনগণের চাহিদা অনুযায়ী পেঁয়াজ সরবাহ করে লাঘব দূর করা হবে। সকাল থেকে বিক্রি শুরু হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্দীঘ লাইন দিয়ে পেঁয়াজ কিনে বাড়ীতে ফেরেন। তবে প্রথম দিন চাহিদার তুলনায় পেঁয়াজ কম থাকায় বিকাল ৫টার আগেই পেঁয়াজের মজুদ শেষ হয়েছে বলে পরিবেশকরা জানান।