
কালিগঞ্জ প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালিগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলায় উদ্ধোধন করা হয়েছে। গেপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা জেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস চত্তরে এ মেলা উদ্ধোধন হয়।
উদ্ধোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাধ্যমিক শিক্ষা অফিস চত্তরে এসে শেষ হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করেন সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানা অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন, ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, দিপালী রানী ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ। র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি এস, এম জগলুল হায়দার তার বক্তব্যে বলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি কর্মচারীদের প্রশিক্ষনের মাধ্যমে কৃষকদের উন্নয়ন ঘটিয়ে দেশকে খাদ্যে সয়ং সম্পন্ন করে তুলতে হবে। যাতে করে আমাদের দেশ খাদ্য ও কৃষিপন্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে দেশের অর্থনৈতিক চাহিদা মিটাতে পারে।