
হাফিজুর রহমান/ হাবিবুল্লাহ বাহারঃ- জুয়ার আসরে বে-রশিক পুলিশের হানায় ৩ জুয়াড়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মনিরুল ইসলামের মৎস্য ঘের বাসায়। আটক সাজাপ্রাপ্ত জুয়াড়ীরা হলো উপজেলার শিবপুর গ্রামের ফনিভূষণ মিস্ত্রির পুত্র শচীন মিস্ত্রি (৪০), আবুল কাশেমের পুত্র আনোয়ার হোসেন(৩০) এবং গোলাম রাব্বানীর পুত্র জাহাঙ্গীর আলম(২৫)। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আনুমানিক ভোর ৫ দিকে শিবপুর গ্রামের মনিরের মৎস্য ঘেরের বাসায় থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হানা দিয়ে তাশ, নগদ টাকাসহ ৩ জুয়াড়ীকে হাতেনাতে আটক করে। আটককৃত জুয়াড়িদের সকাল১০টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের ভ্রাম্যমান আদালত আদালতে হাজির করলে আমাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।