হাবিবুল্লাহ বাহার, কালিগঞ্জ:- কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৬ পিছ ইয়াবাসহ কামরুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । সে উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা এলকার আরশাদ আলীর পুত্র। থানার সূত্রে জানাযায়, শুক্রবার (২২-জানুয়ারী) দুপুর ৩ টার দিকে মাদক-বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক জিল্লুর রহমান , সঙ্গীয় ফোর্স সহ ২৬ পিছ হাতে-নাতে গ্রেপ্তার করে। উক্ত মাদক কারবারি নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২৮। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক মাদক কারবারির কামরুল ইসলামকে ২৬পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয় এবং মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।