
কালিগঞ্জ ব্যুরো: দু’বোনের জমি ফাঁকি দিতে আদালতে দায়ের করা নিজের ১৪৫ ধারা ভঙ্গ করে বোনের বাড়িঘর ভাঙচুর লুটপাট করে প্রতিপক্ষকে ফাঁসাতে উল্টো থানায় মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশি হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামে গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সরোজমিনে ঘটনাস্থলে গেলে রাঁজাপুর গ্রামের রনি, নুরুজ্জামান, আব্দুল হক, হবিবর, রহমান এবং ভুক্তভোগী আরিজুল ইসলাম, আমিরুল, তুহিন আনসার, খোকন, সিরাজ এবং ভুক্তভোগী দুই বোন অভিরন ও আবিরণ সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, রাজাপুর মৌজার ৭ নম্বর খতিয়ানের ১৬০, ১৬৪,১৬৫ দাগে ৩১ শতক জমি রেখে রাঁজাপুর গ্রামের ওয়াজেদ আলী সরদার মারা যায়। উক্ত জমির মধ্যে ওয়াজেদ আলী সরদারের পুত্র হাজী আব্দুস সাত্তার ১৫শতক এবং দুই বোন ১৬শতক জমিতে বাড়ি ঘর বেঁধে বসবাস করছে। বোনদের বসবাস করতে দেবে না বলে ভাই আব্দুস সাত্তার বোন এবং ভাগ্নেদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান মোজাম্মেল হক গায়েন বোনেদের ১৬শতক জমি ছেড়ে দিতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাই হাজী সাত্তার গত ১৫ ফেব্রæয়ারি সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ধারা পিটিশন ২৫৩/২২একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় থানা হতে উপ-পরিদর্শক মনিরুল ইসলাম উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
কিন্তু বোনদের ফাঁসাতে ভাই আব্দুস সাত্তার মোড়ল নিজের করা ১৪৫ ধারা ভঙ্গ করে বোনদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে উল্টো থানায় বোন এবং ভাগ্নেদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশি হয়রানি ও ষড়যন্ত্র চালাচ্ছে।
এ ব্যাপারে ভাই আবদুস সাত্তারের নিকট জিজ্ঞাসা করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান বোনেরা জমি ঠিকই পাবে তবে আমি জমি দেবনা বলিনি জমি আমি পিছন দিক থেকে দিতে চাইছিলাম তারা সেটা না নিয়ে আমার সামনের পাঁচিল জোরপ‚র্বক ভাঙচুর করে দখল করে নিয়েছে। থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান প্রতিপক্ষরা ১৪৫ধারা অমান্য করে কাজ করেছে এ কারণে আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।