আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্যবিধি পরিষেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অফিসার্স ক্লাবের হল রুমে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহমেদ, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক (ছোট), বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চাপাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান (নাঈম), মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা মো. মোক্তার হোসেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৈয়দ নুর আলম সিদ্দিকী।