কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত প‚র্ব শত্রুতার জের ধরে তৃতীয় শ্রেণীর ছাত্রী সাহারা খাতুনকে হত্যা মামলার ঘটনায় ঘাতক শফিকুল ইসলাম (৩২) ওরফে সফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (২২ অক্টোবর) রাতে সাতক্ষীরার কালীগঞ্জ থানার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রাম থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোরশেদ আলী তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার বাথুয়াডাঙ্গা গ্রামের মৃত পিয়ার আলী গাজীর পুত্র। আটককৃত কে গত (২৩ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোরশেদ আলী ৫ দিনের রিমান্ডে চেয়ে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। থানা স‚ত্রে জানা যায়, বাথুয়া ডাঙ্গা গ্রামের আব্দুল খালেক এর পুত্র জাহিদের সঙ্গে একই গ্রামের শফিকুলের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত (১৪ এপ্রিল) বেলা ১১ টার সময় বাড়ির পাশে খেলা অবস্থায় জাহিদের কন্যা সাহারা খাতুনকে কৌশলে ধরে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বাড়ির পাশে একটি পরিত্যক্ত খড়ের ঘরের ভিতরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে দেয়। উক্ত ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ঐদিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। মামলা নং-১৮। ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার রিপোর্ট আসলে নিহত স্কুলছাত্রীর পিতা জাহিদ হোসেন বাদী হয়ে গত (২২ অক্টোবর) কালিগঞ্জ থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২৫। মামলা দায়েরের সাথে সাথে ওই রাতেই হত্যা মামলার ম‚ল ঘাতক সফিককে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন জানিয়ে জেলহাজতে প্রেরণ করে।