কালিগঞ্জ ব্যুরো: মুচলেকা দিয়েও স্কুল যাওয়ার পথে প্রতিনিয়ত দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি উত্তক্তের ঘটনায় অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা আব্দুল জলিল বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গতকাল বুধবার এক অভিযোগ দায়ের করেছে।
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বানিয়ার জাঙ্গাল নামক স্থানে গত ৬ মার্চ বিকাল সাড়ে ৫টার সময় এ ঘটনা ঘটে।
অভিযোগের স‚ত্র এবং ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বন্ধ কাঠি গ্রামের আব্দুল জলিল ও ভুক্তভোগী ছাত্রী সাংবাদিকদের জানান তার কন্যা মুকুন্দ মধুস‚দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়ার পথে বন্ধকাঠি গ্রামের আনিসুর রহমানের পুত্র ইব্রাহিম হোসেন প্রায় উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিল। এর প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়েরের পর গত ১২/৯/২০২১ তারিখে মুচলেকা দিয়ে রেহাই পায়। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। কয়েক মাস যেতে না যেতেই আবারো স্কুল যাওয়া ও প্রাইভেট পড়ার যাতায়াতের পথে উত্তপ্ত করে আসছিল।
গত ৬ মার্চ বিষ্ণুপুর গ্রামের বাসুদেব মাস্টার এর নিকট হতে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে প‚র্ব পরিকল্পিতভাবে বানিয়ার জাঙ্গাল আসা মাত্র ভুক্তভোগী স্কুলছাত্রীর উপর ঝাপিয়ে পড়ে। তার চিৎকারে তার সহপাঠী এবং স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে খবর দেয়।