
প্রেস বিজ্ঞপ্তি: সবুজ বনায়ন, সবুজ বেষ্টনী এবং সবুজ সাতক্ষীরা গড়ে তোলার লক্ষে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামী যুবলীগের নেতৃত্ব বৃন্দের মাঝে শতাধিক গাছের চারা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হাসান। এসময় তিনি বলেন, ‘বর্তমান সময়ে আবহাওয়ার প্রতিকূলতা কাটাতে এবং উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা লক্ষে এজাজ আহমেদ স্বপন ভাই যে উদ্যোগটি নিয়েছেন সেটা একটি মহৎ উদ্যোগ,কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানায়।’