আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলায়তনে সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি প্রখ্যাত সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম্য ডা. আব্দুল কাদেরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য রোকেয়া মুনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ খান, অবসরপ্রাপ্ত অধ্যাপক মনসুর আলী ও আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত ডা. আব্দুর নূর, অবসরপ্রাপ্ত সৈনিক লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষিকা লেডিসক্লাবের সাধারণ ইলাদেবী মল্লিক, আব্দুল গফুর সরদার, কবি আলী সোহরাব, শামসুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এড. জাফরুল্লাহ ইব্রাহিম, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীলসহ বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।